Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

ক্রমিক

 নং

সেবা সমূহ

সেবা সমূহের নূন্যতম মেয়াদকাল

০১.

প্রশিক্ষণঃ

(ক) ভ্রাম্যমান প্রশিক্ষণ(অপ্রাতিষ্ঠানিক)ঃ

(খ) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ

প্রশিক্ষণের বিষয়সমূহঃ

(১)পোষাক তৈরী(০২) মৎস্যচাষ (০৩) হাঁস-মুরগী পালন (০৪) গবাদি পশুপালন (০৫) ছাগল পালন ও প্রাথমিক চিকিৎসা(০৬) কম্পিউটার (০৭) ইলেকট্রিক এন্ড হাউজ ওয়ারিং (০৮) ইলেকট্রিক এন্ড রেফ্রিজারেশন (০৯) শাক-সবজি চাষ (১০) নার্সারী এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে।

(ক)০৭ দিন/১৫ দিন/৩০দিন মেয়াদী।

 

 

(খ)০১মাস/০৩মাস/০৪মাস/০৬মাস মেয়াদী।

 

 

০২.

যুব ঋণঃ- প্রশিক্ষণ পরবর্তী ০৩(তিন) বৎসরের মধ্যে প্রকল্প গ্রহন কারীদের আত্ন-কর্মসংস্থান সৃষ্ঠির লক্ষ্যে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে যুব ঋণ বিতরণ করা হয়।

মেয়াদকালঃ-০৩(তিন) মাস গ্রেস পিরিয়ড বাদে ২৪(চবিবশ)টি মাসিক কিস্তিতে ২৪(চবিবশ) মাসে পরিশোধ যোগ্য।

০৩.

জলমহালঃ- যুব সমবায় সমিতি অথবা মৎস্য চাষে প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের মধ্যে আত্ন-কর্মসংস্থানের লক্ষ্যে ২০(বিশ) একর পর্যন্ত খাসবদ্ধ জলাশয় ইজারা প্রদান করা হয়ে থাকে।

মেয়াদকালঃ ০৩(তিন)-০৫(পাঁচ) বৎসর মেয়াদী।

বিঃদ্রঃ বর্তমানে জলাশয়ের কার্যক্রম সহকারী কমিশনার(ভূমি) অফিস,সদর,নেত্রকোণা থেকে ইজারা প্রদান করা হয়।

০৪.

অন্যান্য সেবা সমূহঃ কীটবক্স বিতরণ,স্বেচছাসেবী যুব সংহঠনকে অনুদান প্রদান, বৃক্ষরোপন,রক্তদান কর্মসূচী,রাস্তাঘাট মেরামত,পরিস্কার পরিচছন্নতা,বাল্যবিবাহ,যৌতুক ও মাদক বিরোধী, এইডস এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে উদ্বুদ্ধকরণ মূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অর্থ বছরের যে কোন সময়।