ক) প্রশিক্ষণ ঃ (১) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ ৭দিন মেয়াদী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের জন্য (হাঁস মুরগী পালন, গাভী পালন, গরু মোটাতাজা করণ, পোষাক তৈরি, নার্সার ও শাক সবজী চাষ সহ ইত্যাদি কৃষি ভিত্তিক ৪০টি ট্রেডে) যুব/যুব মহিলাদের চাহিদা অনুযায়ী ৩০ জনের একটি গ্রুপ তৈরি হলেই স্থানীয় পর্যায়ে একটি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হয় এবং যাহারা প্রশিক্ষণে অংশ গ্রহণ করবেন তাহার প্রত্যেকেই একটি সনদ পত্র পাবেন। উক্ত সনদপত্র দিয়ে সংশ্লিষ্ট বিষয়ে প্রকল্প গ্রহণ করলে যুব ঋণ পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। (২) প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান কোর্সঃ প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের জন্য ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন পত্র গ্রহণ করা হয় এবং তা সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে প্রেরণ করা হয়। খ) যুব ঋণঃ প্রশিক্ষণ প্রাপ্ত আত্মকর্মসংস্থান প্রকল্প গ্রহণকারী বেকার যুব/যুব মহিলারা যুব ঋণের জন্য আবেদন করিলে যাচাই বাছাইয়ের পর যুব ঋণ নীতিমালা অনুযায়ী অপ্রাতিষ্ঠানিক ট্রেডে ২০,০০০/- হইতে ৪০,০০০/- হাজার টাকা এবং প্রাতিষ্ঠানিক ট্রেডে ৪০,০০০/- হইতে ৭৫,০০০/- হাজার টাকা পর্যন্ত ২ বৎসর মেয়াদী ঋণ প্রদান করা হয়। ঋণ গ্রহীতারা ৩ মাস গ্রেস পিরিয়ডের পরে ২৪টি মাসিক কিস্তিতে ১০% সার্ভিস চার্জ সহ উক্ত টাকা পরিশোধ করেন। গ) যুব সংগঠন তালিকাভূক্তিঃ ১৮ হইতে ৩৫ বৎসর পর্যন্ত যুব/যুব মহিলা কর্তৃক প্রতিষ্ঠিত যুব সংগঠন তালিকাভূক্তির জন্য উপ পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, নেত্রকোণায় সুপারিশসহ প্রেরণ করা হয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস